আপনার হয়তো ইট পাথরের তৈরি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি প্রাসাদ রয়েছে। কিন্তু তবুও আপনার মন কখনো কখনো চায় প্রকৃতির কাছে যেতে। যেখানে প্রকৃতির মুক্ত বাতাসে নিজেকে হারিয়ে ফেলতে অথবা নিজেকে নতুনভাবে উপলব্ধি করতে। যেখানে  আপনি কৃত্রিম পরিবেশ থেকে মুক্তির স্বাদ নিতে পারবেন।

যদি বাঁশ,কাঠ, বেত বা অন্য কোন পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে এমন কোন শৈল্পিক আবাস গড়তে চান পাহাড় কিংবা সমতলে, নিজের বাগানে বা পুকুরের পাড়ে তবে আমাদেরকে সেই দায়িত্ব দিতে পারেন।

 
কারণ, বানিজ্যিক রিসোর্টে কিংবা ব্যক্তিগত জমিতে পরিবেশ বান্ধব আবাস তৈরির জন্য আমাদের রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাজুয়েটদের নিয়ে গঠিত একটি দক্ষ টীম।


যোগাযোগ
ফরহাদ আলী খান রুবেল, বি.এফ-এ (চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়), এম.এফ-এ (ইন্দোনেশিয়ান ইনস্টিটিউট অফ আর্টস, ডেনপাসার)
সমন্বয়কারী
ইকোবাড়ি
মোবাইল: +8801713231221



Comments

Popular posts from this blog